১৮৭৪ সালের ২৬ মার্চ ক্যালিফোর্নিয়াতে রবার্ট ফ্রস্টের জন্ম। নিউ ইংল্যান্ডের একটি প্রাচীন
বনেদি পরিবারের সন্তান তিনি। ১৬৩২ সালে তার পূর্বপুরুষেরা এই অঞ্চলে এসেছিলেন।
সতেরাে বছর বয়সে তিনি লরেন্স হাইস্কুল হতে গ্রাজুয়েট হন। তার প্রথম দুটি কবিতার বই
ইংল্যান্ড থেকে ছাপা হয়। তার গীতিধর্মী কবিতাগুলাে খুবই আকর্ষণীয়। কোনাে কোনাে
সমালােচক বলেছেন, তাঁর কবিতাগুলাে বক্তব্যপ্রধান, তাঁর কটি বইয়ের নাম থেকেই এর প্রমাণ
পাওয়া যায়। যেমন 'নর্থ অব বােস্টন', মাউন্টেন ইন্টারভ্যাল', 'নিউ হ্যাম্পশায়ার ইত্যাদি।
মােট কথা, দেশের একটি অংশকে তিনি তার আত্মার সঙ্গে জড়িয়ে নিয়েছিলেন। এত বেশি
আঞ্চলিক হওয়া সত্ত্বেও তাঁর কবিতা বলা যায় সর্ব-গুণে গুণান্বিত ।
1.
রবার্টের যখন বয়স দশ বছর, তখন তার বাবা মারা যান। এরপর তিনি মায়ের সঙ্গে নিউ
ইংল্যান্ডে ফিরে যান, সেখানে স্বাধীনভাবে মানুষ, হন। বারাে বছর বয়স থেকে তিনি নানা
ধরনের দৈহিক কাজে নিয়ােজিত থেকেছেন, জুতার দোকানে কাজ করেছেন, পশমের ববিন
বােঝাই গাড়ি ঠেলেছেন এবং আরাে নানাবিধ কর্মে নিজেকে ব্যাপৃত রেখেছেন। "এ বয়েজ
উইল" তাঁর প্রথম কবিতার বই। তাঁর "নর্থ অব বােস্টন বইটি সম্পর্কে উইল ফ্রিড উইলসন
মন্তব্য করেছিলেন, "ফ্রস্ট নর-নারীর মুখের কথাকে কাব্যে রূপান্তরিত করেছেন। দুর্বল কোনাে
কবির হাতে এসব কথা শুধু উপকথাই হত, ফ্রস্ট তাদের অসাধারণ তাৎপর্য প্রদান করেছেন।
কবিতার জন্য ফ্রস্ট চারবার পুলিৎজার পুরস্কারে সম্মানিত হন।
১৯৬৩ সালে এই খ্যাতিমান কবি লােকান্তরিত হন।