১৮০৯ খ্রিষ্টাব্দের লিংকনশায়ারের সােমারসবি নামক স্থানে টেনিসন, জন্মগ্রহণ করেন। তার
পিতা ছিলেন গির্জার পাদ্রি। ১৮২৮ সালে টেনিসন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।
সেখানকার কৃতী ছাত্র ছিলেন তিনি। টিমবাকতু শিরােনামে কবিতা লিখে ১৮২৯ সালে তিনি
চ্যান্সেলর পদকপ্রাপ্ত হন। ডিগ্রি গ্রহণ করার আগেই তিনি ক্যামব্রিজ ত্যাগ করেন। এর আগেই
তার একটি ছােট কবিতাপুস্তক বের হয়। সতের বছর বয়সে টেনিসন তার বড় ভাইয়ের
সহযােগিতায় ১৮২৭ সালে বের করেন কবিতার বই পােয়েমস বাই টু ব্রাদার্স। পুরস্কার
পাওয়া টিমবাকতু' বের হয় ১৮২৯ সালে। "চিফলি লিরিক্যাল গ্রন্থটি বের হয় ১৮৩০ সালে।
১৮৩৩ সালে বের হয় পােয়েমস'। তাঁর উল্লেখযােগ্য কবিতা হচ্ছে দি লেড়ি অব শ্যালােট
ইনােনি', 'দি লােটাস ইটার', 'দি প্যালেস অব আর্ট' ইত্যাদি। চিত্রকল্পময় তার কবিতাগুলাে
ইংরেজি সাহিত্যের এক অমূল্য সম্পদ হিসেবে আজো সারা বিশ্বে আদৃত। তার কবিতাশুলােতে
ইংল্যান্ডের প্রাকৃতিক দৃশ্য চিরস্তন মহিমায় উদ্ভাসিত। গভীর আবেগ এবং উপলব্ধির সাথে
মিশেছে নানা রূপকল্প। এ কারণেই টেনিসনের কবিতা উত্তীর্ণ হয়েছে কালজয়ী শিল্পকর্মে।
১৮৯২ সালে এই মহান কবি লােকান্ভরিত হন।